Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে বার্ষিক কর্ম সম্পাদন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪১ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক 'কর্ম সম্পাদন ব্যবস্থাপনাঃ বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান।

কর্মশালার সমাপনী পর্বে অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যাক্তিকে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোন কোন শিথিলতা বা নিয়মের বাইরে গিয়ে নিয়োগ দেওয়া যাবে না।

এ দিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধিতে ইউজিসি কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়ে থাকে, যাতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি হয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আরো যোগ্য করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি’র পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল গনি, শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপচার্য বলেন, জ্ঞান, আচরণ ও দক্ষতা ইত্যাদির বিষয়ের অনন্য সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিশ্চিত হবে। আর এ জন্য মান উন্নয়নের ক্ষেত্রে কর্ম সম্পাদন ব্যবস্থাপনা সম্পর্কে কর্মশালার প্রয়োজন। এ ধরণের কর্মশালার আয়োজনের ফলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমান্বয়ে সুশাসন নিশ্চিত হবে।

এ সময় কর্মশালার শুরুতে বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মদ ইশফাকুল হোসেন ও সহকারী রেজিষ্টার আ ফ ম মিফতাউল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন, কেবিনেট বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ কর্মশালায় বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের কর্ম সম্পাদন ও ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া কর্মশালায় বাংলাদেশ সরকারের বার্ষিক কর্ম পরিধি নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবাইকে আরো বেশি এগিয়ে আসতে আহ্বান জানান তারা।

এ দিকে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে আগত কর্মকর্তাবৃন্দ, শাবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

Bootstrap Image Preview