Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


২৮ ফেব্রুয়ারি মূল টেস্ট সিরিজ শুরুর আগে আজ নিউজিল্যান্ডের লিঙ্কনে দুই দিন দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর‌্যন্ত ৭৫ ওভারে তাদের সংগ্রহ ২৯৯ রানে ৩ উইকেট। 

প্রস্তুতি ম্যাচে উদ্ধোধনি জুটিতে বাংলাদেশের হয়ে ব্যাট করতে আসেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিক। এই দুই ব্যাটসম্যান প্রথম সেশনে ১১৩ রানে তোলেন। দ্বিতীত সেশনের শুরুতে এই জুটির তামিম ইকবাল ফিরে যান। তিনি ৮৩ বল থেকে ৪৫ রান করেন। 

দ্বিতীয় উইকেটে সাদমানকে সঙ্গ দেন মোমিনুল। তবে এই জুটিতে ৭ রাত আসার পরই বিদায় নেন অন্য ব্যাটসম্যান সাদমান। ১১৩ বল থেকে ৬৭ রানের ইনিংস খেলেনি তিনি। মোমিনুল এদিন নিজের নামের উপর সুবিচার করতে পারেননি। ৩০ বল থেকে ২০ রান করেন তিনি। এ সময় বাংলাদেশের সংগ্রহ ৪০.৫ ওভারে ১৫১ রান ৩ উইকেট।

মোমিনুলের বিদায়ের পর লিটন দাস ও সৌম্য সরকার বড় রানের জুটি গড়ে তোলেন। এই জুটিতে ৭৯ বল থেকে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন। তবে দলীয় ২৪৫ রানে সৌম্য ব্যাক্তিগত ৪১ রানে রিটায়ার্ড হার্ট নিয়ে প্যাভিলনে ফিরে যান। ফলে তার ও লিটনের ৯৪ রানের জুটির সমাপ্তি হয়। 

সৌম্য পর লিটনকে ক্রিজে সঙ্গ দেন মাহমুদুল্লাহ। শেষ খবরে এই জুটিতে ৬৩ বল থেকে ৫০ রান তুলেছে বাংলাদেশ। যেখানে মাহমুদুল্লাহ ৩২ বল থেকে ৩৫ এবং লিটন ৯১ বল থেকে ৬২ রান নিয়ে ব্যাট করছেন।

 

Bootstrap Image Preview