চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পুরান ঢাকার সিদ্দিক বাজারে আগুনের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. আজাদ দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাজারের মফি সরদার জামে মসজিদের কাছে একটি রাস্তায় গ্যাস লাইনের লিকেজের কারণে আগুনের ঘটনাটি ঘটে।
তিনি বলেন, আতংকিত হওয়ার মতো কিছু ঘটেনি। আমাদের ফায়ার সার্ভিস যাওয়ার অাগেই তা নিভে গেছে।
গত বুধবার পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটে। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ স্বজনদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।