Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাদু দেখাতে গিয়ে আগুন খেয়ে জাদুকরের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


জাদু দেখাতে গিয়ে আগুন খেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আব্দুর রহমান (৫২) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে জাদু খেলা দেখাতেন। ওই আব্দুর রহমান অগ্নিপিণ্ড গিলে খাওয়ার জাদু দেখাচ্ছিলেন। আগুন গিলে খাওয়ার সাথে সাথে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Bootstrap Image Preview