সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক কোস্ট গার্ড সদস্যকে আটক করা হয়েছে। মেরিল্যান্ডে ক্রিস্টোফার পল হ্যাসন নামের ওই কোস্ট গার্ড সদস্যের বাড়িতে অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
মেরিল্যান্ডের জেলা অ্যাটর্নি জেনারেল রবার্ট হার আদালতে নথিপত্র উপস্থাপন করে বলেছেন, ‘নিরপরাধ বেসামরিক লোকদের হত্যার অভিপ্রায় ছিল বিবাদীর। তিনি মানব জীবনের জন্য বিপজ্জনক কর্মকাণ্ড করতে মনস্থির করেছিলেন যেন সরকারি কার্যক্রম ব্যাহত হয়’।
ওই কোস্ট গার্ড সদস্যের কাছ থেকে ১৫টি বন্দুক ও ১০০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান রবার্ট হার।
এ ব্যাপারে মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, স্বঘোষিত শ্বেতাঙ্গ জাতিয়তাবাদী হ্যাসন ডেমোক্র্যাটিক দলের কয়েকজন নেতাসহ তার লক্ষ্যের একটি তালিকা তৈরি করেছিলেন, যা পুলিশের হাতে এসেছে।
বলা হচ্ছে, নরওয়েতে গণহত্যাকারী অ্যান্ডার্স ব্রেইভিককে দেখে পল হ্যাসন উদ্বুদ্ধ হয়েছেন।