Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাতঃ সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়’। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র সাঈদ খোকন।

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজারে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল গোডাউন অপসারণে এসে মেয়র সাংবাদিকদের বলেন, পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছে, একটি গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। ওই গাড়ির সিলিন্ডার থেকে পাশের আরেকটি গাড়ির সিলিন্ডারে প্রথমে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

সাঈদ খোকন আরও বলেন, এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview