গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টার দিকে ঢাকা থেকে ট্রেনের ১৬টি বগি ভাড়া করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে পৌঁছে।
দুপুর ১২টার দিকে হাজার লোক নিয়ে বঙ্গবন্ধু সেতু রিসোর্টে পৌঁছে। পরে পুরান ঢাকার চকবাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে নিহত ব্যক্তিদের সরনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন−তথ্য মন্ত্রালয়ের উপ-সচিব রুজিনা সুলতানা, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলি, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।