Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টির বাঁধায় বন্ধ বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৯ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১১ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের লিংকনে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে বৃৃষ্টির বাঁধায় পন্ড হলো বাংলাদেশের বোলিং অনুশীলন। শনিবার ৫ উইকেটে ৪১১ রানে তুলে নিজেদের ব্যাটিং প্রস্তুতিটা সেরেছিল টাইগাররা। তবে আজ মাত্র ১২ ওভার বোলিং করার সুযোগ পেল।

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশন মাত্র ১২ ওভার বল করার সুযোগ পায় মুস্তাফিজরা। যেখানে মুস্তাফিজ ৫ ওভার ও ইবাদত হোসেন ১ ওভার বোলিং করে একটি করে উইকেট দুলে নেন। এছাড়া খালেদ আহম্মেদ ও রাহি ৩ ওভার বল করে উইকেশ শূন্য ছিলেন। 

এদিন বাংলাদেশর বোলিং প্রথম ৯ ওভার শেষে ৪৯ রান তোল নিউজিল্যান্ড একাদশ। এরপর ইবাদত বোলিংসে এসে ৩২ বল থেকে ৪৩ রান করা ফ্লেচারকে ফিরিয়ে দেন। দলীয় ৫৭ রানে নিউজিল্যান্ডের অন্য ওপেনার বুলার উইকেটটি তুলে নেন মুস্তাফিজ। এরপর আরম্ভ হয় বৃষ্টি। প্রথম সেশনের বাকিটা বৃষ্টির পেটে যাওয়ার পর লাঞ্চের পর দ্বিতীয় সেশনে বৃষ্টি না থামায় আর বোলিং করার সুযোগ পায়নি মুস্তাফিজরা। 

এর আগে শনিবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে চারটি অর্ধশতকে ৫ উইকেটে ৪১১ রান তোলে বাংলাদেশ। সাদমান ৬৭, মাহমুদুল্লাহ ৫৯, মিরাজ ৫১ এবং লিটন দাস ৬২ রানের ইনিংস খেলে। এছাড়া তামিম ব্যাট থেকে এসেছিল ৪৫ রান। 

 

Bootstrap Image Preview