Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ গেইল-গাপটিলকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচ রোহিতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি সন্ধ্যায় মাঠে নামছে ভারত। এর ফরম্যাটে দেশের জার্সিতে সর্বোচ্চ ছক্কার মারার রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ভারতীয় ওপেনার রোহিম শর্মা। 

নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল এই ফরম্যাটে মেরেছেন ১০৩টি ছয়। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এটাই। রোহিত অবশ্য বেশি পিছনে নেই। তিনি মেরেছেন ১০২ ছয়। মাত্র একটা ছয় মারলেই গাপ্টিল-গেলকে স্পর্শ করে ফেলবেন রোহিত। আর একের অধিক ছক্কা মারলেই তিনি এই দুই ব্রাটসম্যানকে ছাড়িয়ে তলিকায় শীর্ষে পৌঁছে যাবেন।

তবে আজকের ম্যাচে এই রেকর্ডটি নিজের দখলে নিতে না পারলেও আর একটি সুযোগ পাবেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাই হিটম্যানের সামনে বিশ্বরেকর্ড নিজের দখলে আনার সুযোগ থাকছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তিনজন ব্যাটসম্যান একশোর বেশি ছয় মেরেছেন। গাপ্টিল, গেল ও রোহিতের শুধু এই রেকর্ড রয়েছে। আর কেউ একশো ছক্কা মারেননি। রোহিত ছাড়া ভারতীয়দের মধ্যে একমাত্র যুবরাজ সিংহ এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় প্রথম দশে রয়েছেন। যুবি মেরেছেন ৭২টি ছয়। 

Bootstrap Image Preview