Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিসিসিআইকে আশ্বস্ত করল আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে শুক্রবার আইসিসিকে চিঠি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই চিঠির পরিপেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল আইসিসি।

বিসিসিআইয়ের চিঠিতে বলা হয়েছিল, '‌৪৯ জন সেনার মৃত্যুতে আমরা বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত। আশা করব, এ ব্যাপারে নিরাপত্তা বেষ্টনী আরও বাড়িয়ে দেওয়া হবে। আপনারা নিশ্চয় জানেন, ইংল্যান্ডও ভারতের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে উগ্রপন্থায় জড়িয়ে থাকা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছে। আমরা আশা করব শুধু ক্রিকেটার নয়, আম্পায়ার-সহ ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকা সব কর্তা এবং দর্শকদের নিরাপত্তার দিকে যথেষ্ট নজর দেবে আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।'‌ এই চিঠির প্রাপ্তির কথা স্বীকার করেছে আইসিসি। 

চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, '‌বিসিসিআইয়ের চিঠি পেয়েছি। আইসিসির কাছে নিরাপত্তা বরাবরই প্রধান বিষয়। দুবাইয়ে ২ মার্চ আমরা আলোচনায় বসব। সেখানেই নিরাপত্তা নিয়ে যাবতীয় পরিকল্পনার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে। আশা করব তারপর ভারতীয় বোর্ড নিরাপত্তা নিয়ে আর চিন্তা করবে না। সব দেশের ক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থা একইরকম থাকবে।'‌

Bootstrap Image Preview