Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় আরেক গৃহকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এলিফ্যান্ট রোডে নিজের বাসা থেকে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় আরেক গৃহকর্মী রেশমাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর-১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে পলাতক রেশমাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে মামলা সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবারহকারী রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করা হয়। 

গত ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১১ ফেব্রুয়ারি বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা করেন মাহফুজার স্বামী ইসমত কাদির গামা।

মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Bootstrap Image Preview