Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রনকিং বিধ্বংসী ব্যাটিংয়ে ইসলামাবাদের সহজ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


শনিবার পাকিস্তান সুপার লিগের(পিসিএল) ১৩তম ম্যাচে করাচি কিংসের বিরুদ্ধে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। করাচি কিংসের দেয়া ১৪৩ রানের জবাবে লুক রনকির বিধ্বংসী ব্যাটিংয়ে ২৩ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় ইসলামাবাদ।

ইসলামাবাদ ইউনাইটেড টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। করাচি কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। করাচির পক্ষে বেন ডাঙ্ক সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া বাবর আজম ২১ বলে ২৭, লিভিংস্টোন ৩১ বলে ২২, আমির ইয়ামিন ১৯ বলে ৩৫ রান সংগ্রহ করেন। ইসলামাবাদের বোলার ফহিম আশরাফ ২৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া রোমান রাইস ও মোহাম্মদ মুসা একটি করে উকেট নেন।

১৪৪ রানের জবারবে ব্যাট করতে নেমে ওপেনার লুক রনচির ৩৫ বলে ৬৭ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে হেসে খেলে জিতে যায় করাচি কিংস। এছাড়া শাহিবজাদা ফারহান ২৮ বলে ৩০ ও সামিত প্যাটেল ৩০ বলে ৪৫ রান করেন।

এই জয়ের ফলে ইসলামাবাদ ইউনাইডেট ৫ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে করাচি কিংস ৪ ম্যাচে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সর্বনিম্নে অবস্থান করছে।

Bootstrap Image Preview