Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাবিতে একদিকে র‌্যাগিং আতঙ্ক অন্যদিকে মিষ্টি দিয়ে বরণ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নবীন শিক্ষার্থীদের মাঝে র‌্যাগিং আতঙ্ক। ঠিক তখন বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সদ্য সিনিয়র ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা ভিন্নধর্মী আয়োজন করেছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হলটির প্রোভোস্ট ফরিদ আহমেদ এর উপস্থিতিতে হলের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। তারপর ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদেরকে মিষ্টি মুখ করান তারা।

এ সময় হলের আবাসিক শিক্ষক মেহদী ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে হলটির সদ্যসিনিয়র ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা জানায়, আমরা নবীন শিক্ষার্থীদেরকে কোন ধরনের র‌্যাগিং করবো না। তাদেরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে। যা সিনিয়র-জুনিয়রের মাঝে সম্পর্ক তৈরি করবে।

হল প্রোভোস্ট ফরিদ আহমেদ বলেন, আমাদের হল র‌্যাগিংমুক্ত থাকবে। ৪৭তম ব্যাচ আমার সাথে কথা দিয়েছে তারা ৪৮তম ব্যাচকে কোন ধরনের র‌্যাগিং দিবে না।

তারপরও আমরা পর্যবেক্ষণে রাখবো। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, এই আয়োজনে খুশি হলের নবীন শিক্ষার্থীরা। তবে তাদের থাকার জায়গা হয়েছে হলটির টিভির রুমে। করণ এখন গণরুম খ্যাত রিডিং রুমে আছে ৪৭তম ব্যাচ। তারা রিডিং রুম থেকে বের হলেই ৪৮তম ব্যাচের জায়গা হবে গণরুম খ্যাত রিডিং রুমে। যেখানে একসাথে হলের সকল নবীন শিক্ষার্থী থাকবে।

Bootstrap Image Preview