আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর টি-টয়েন্টি পর্বের খেলা। বিসিবির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টি-টোয়েন্টি। তাই এই টুর্নামেন্টটির সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
বরাবরের মত এই ম্যাচ গুলো দেখাবে দেশীয় টিভি চ্যানেল গাজি টিভিতে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী ১লা মার্চ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
ডিপিএলের এই আসরে অংশগ্রহন করবে ১২টি দল। মোট ৪টি গ্রুপে ভাগ করে সূচি সাজানো হয়েছে । ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম দুটিকে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে মিরপুর স্টেডিয়ামে।