Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় চেয়ারম্যান প্রার্থী মামুনের ইশতেহার প্রকাশ

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করে উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মশিউর রহমান মামুন তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন বলেন, তিনি নির্বাচিত হলে উপজেলায় পযার্য়ে তথ্য সেন্টার ও হেল্পলাইন চালু, হাটবাজারে পাবলিক টয়লেট স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, শালবন ও তিস্তা ব্যারাজে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্য বিয়ে, দুর্নীতি, মাদক, জুয়া, ধর্ষণ, শিশুশ্রম রোধসহ ১৯ টি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করবেন।

এছাড়া দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করবেন বলে জানান তিনি।   

 

Bootstrap Image Preview