Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমান ছিনতাইকারীর নাম মাহাদী, দাবি ছিলো প্রধানমন্ত্রী ও স্ত্রীর সাথে কথা বলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ও বেশিরভাগ যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও একাধিক কেবিন ক্রু বিমানটির ভেতরে জিম্মি ছিল। কমান্ডোসহ আইনশৃঙ্খলাবাহিনীর ৮ মিনিটের যৌথ অভিযানে ছিনতাইকারীকে আত্মসমর্পন করতে বলা হয় কিন্তু ছিনতাইকারী না শুনে আক্রমণাত্মক হয়ে উঠে।

অপারেশন চলাকালীন সময়ে জিজ্ঞাসাবাদে কথিত ছিনতাইকারী দুইটি দাবি করেন। তার মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা এবং তার স্ত্রীর সাথে কথা বলা। প্রাথমিকভাবে ওই ছিনতাইকারী তার নাম জানান মাহাদী।

আজ রবিবার(২৪ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা থেকে উড্ডয়নের পর ছিনতাইয়ের কবলে পড়ে এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

উল্লেখ্য, প্রেস ব্রিফে বিমানের পাইলট বলেন কথিত ছিনতাইকারী কারও উপর আঘাত করতে উদ্দ্যত হয়নি। শুরু থেকেই তার দাবী ছিলো প্রধানমন্ত্রীর সাথে কথা বলা।

Bootstrap Image Preview