আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিপিএলের ষষ্ঠ আসর খেলেতে নেমেছিলেন সাব্বির রহমান। দুই একটা ম্যাচ ছাড়া নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারেননি এই ডান হাতি ব্যাটসম্যান। এরপরেও সবাইকে অবাক করে নিউজিল্যান্ড সিরিজে দলে জায়গা পান তিনি। যার জন্য চারিদিকে আলোচনা -সমালোচনাও হয়েছে বেশ চড়াও।
সব কিছু মিলিয়ে বলা যেতে পারে নিউজিল্যান্ড সফরে নিজেকে প্রমান করার শেষ সুযোগ পেয়েছিলেন সাব্বির । চারিদিকের এই পাহাড় সমান চাপ নিয়ে যেকোন খেলোয়াড়ের ভালো পারফম্যান্স করা খুব একটা সহজ কাজ নয়।
কিন্তু সেই চাপ সামলিয়ে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে কিছুটা প্রমান করেছেন তিনি। দেশে ফিরে সাংবাদিকদের সেই কথাই জানালেন তিনি,
'হয়তো আমার রাশিতেই আছে সবসময় চাপ নিয়ে খেলার। হয়তো সবসময় চাপ নিয়েই খেলতে হবে। সবসময় চেষ্টা করি প্রতিটি ম্যাচকে নিজের শেষ ম্যাচ হিসেবে দেখার।'
নিউজিল্যান্ড সফরে প্রাপ্তি হিসাবে অর্জন করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যে সেঞ্চুরিকে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন,সাব্বির দুর্দান্ত সেঞ্চুরি করেছে। এটাই আমাদের জন্য ইতিবাচক প্রাপ্তি।