Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ বলে রোমাঞ্চকর জয় পেল অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৬ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


ভারতের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ শেষ বলে জিতলো সফরকারী অস্ট্রেলিয়া। ৩ উইকেটের এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম সফরকারীরা।

ঘরের মাটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তাদের হয়ে উদ্ধোধনী জুটিতে ব্যাটিং করতে নামেন রোহিত শর্মা ও কে এল রাহুল।শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত। এ সময় ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।

দ্বিতীয় উইকেটে রাহুল এবং বিরাট কোহলি ৩৭ বলে ৫৫ রান যোগ করেন। দলীয় ৬৯ রানে বিরাট ২৪ রানে আউট হন। রাহুলও ৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ২৯ রান করে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে ভারত। ৩টি উইকেট নেন নাথান কুল্টার-নাইল। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও বেহেরনডর্ফ।

১২৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই স্টোইনিসকে রান আউট আর অ্যারোন ফিঞ্চকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে আস্ট্রেলিয়াকে প্রাথমিক ধাক্কা দেয় টিম ইন্ডিয়া। এরপরেই শর্ট এবং ম্যাক্সওয়েল জুটি জাঁকিয়ে বসে বিশাখাপত্তনমের বাইশ গজে। ৫৬ রানে আউট হন ম্যাক্সওয়েল। ৩৭ করে রান আউট হলেন শর্ট।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১৯ তম ওভার ও দলীয় ১১৩ রানে হ্যান্ডসকম্ব ও কুল্টারনাইল দুজনকেই পর পর দু বলে ফিরিয়ে দেন জশপ্রীত বুমরাহ। কিন্তু শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু রিচার্ডসন ও কামিন্স মাথা ঠাণ্ডা রেখে অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এ সময় যাদবের দ্বিতীয় ও চতুর্থ বল থেকে বাউন্ডারি বের করে নিয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা।

 

ভারতের বুমরাহ ১৬ রানে ৩ উইকেট নেন।আগামী ২৭ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০।

Bootstrap Image Preview