র্যাগিং নামক অপসংস্কৃতির শিকার নবীন শিক্ষার্থীরা যাতে না হয় সে জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হলের কমনরুমে নবীন শিক্ষার্থী ও সদ্য সিনিয়র ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই সময় জাবি ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রাকিবুল হাসান শাওন এর সঞ্চালনায় ও সহ-সম্পাদক তানজিলুল ইসলাম এর সহযোগীতায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান মিজান। তিনি বলেন, বিভিন্ন সময় দেখা যায় র্যাগিংয়ের কারণে অনেকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যায়। তাই আমরা চাই না এই র্যাগ আর থাকুক। তাই আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বিন্দুমাত্রায়ও বিশ্ববিদ্যালয়ে আর র্যাগিং হবে না।
উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার সৌমিক বলেন, ৪৭তম ব্যাচ কোন র্যাগিং দিবে না বলে আমাদের সাথে কথা বলেছে। তবে তোমাদের (৪৮ ব্যাচ) ক্যাম্পাসে সুন্দর ভাবে চলার জন্য তোমাদেরকে পরামর্শ দিবে।
উপ-কৃষি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, এই বছর থেকে র্যাগের বিরুদ্ধ ৪৭তম ব্যাচ ৪৮ ব্যাচের উপর কোন ধরনের শারীরিক মানসিক নির্যাতন করবে না। তাদেরকে ভালবাসবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ বলেন, র্যাগিং নামের যে ভয় তোমাদের মাঝে কাজ করছে, সেই ভয় দূর করার জন্য আমরা আসছি। তোমাদের ইমিডিয়াট সিনিয়র ও আমরা তোমাদের পাশে সবসময় আছি।
সহ-সম্পাদক হাবিবুর রহামন লিটন বলেন, আধুনিক যুগে র্যাগিং থাকতে পারে না। র্যাগিং ছাড়াও সম্পর্ক ভাল করা যায়। সেই কাজই ৪৭তম ব্যাচ করবে বলে আশা করছি।
এছাড়াও বক্তব্য রাখেন- দ্বীপ বিন্দ বিশ্বাস, শাহিরয়ার আকাশ, সায়েম রানা, রনি আহমেদ প্রমুখ।
জাবি ছাত্রলীগ যাওয়ার পর হলটির প্রভোস্ট সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ ও হলটির আবাসিক শিক্ষকরা ৪৭ ও ৪৮তম ব্যাচের সাথে র্যাগিং'র বিরুদ্ধ সচেতনতা নিয়ে কথা বলেন।