Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড সফরে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন সাব্বির রহমান। ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান সাব্বির রহমান। 

নিউজিল্যান্ড সফর শেষ করে শুক্রবার দেশে ফিরেছেন সাব্বির রহমান। কিন্তু বসে থাকার ফুরসত পাচ্ছেন না। সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসরে খেলার জন্য শুরু করেছেন অনুশীলন। এই আসরে তিনি আবাহনীর হয়ে খেলবেন তিনি। এই আসরে নিউজিল্যান্ডে সফরের ফর্ম ধরে রেখে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে চান।

রবিবার তিনি সাংবাদিকদের জানান নিজেকে ফিরে পাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরিটা আরাদ্ধ ছিলো। কাউকে উদ্দেশ্য করে সেঞ্চুরি উদযাপন নয়, আবেগের বহিঃপ্রকাশ। 

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুঃসহ কেটেছে। দলগত পারফরম্যান্সে হোয়াইটওয়াশ। ব্যক্তিগত পারফরম্যান্সেও ফ্লপ তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর মত সিনিয়ররা। ব্যতিক্রম একজন সাব্বির রহমান। নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে দ্বিতীয় সর্বাধিক রান তোলা ব্যাটসম্যান। তিন ম্যাচে ১ সেঞ্চুরিতে করেছিলেন মোট ১৬৮ রান।  যেটি ছিল ওয়ানডেতে তার ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। 

Bootstrap Image Preview