ভারতের পুলওয়ামার ভয়াবহ জঙ্গিহানায় হামলায় ৪০ জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছেন। এই ঘটনায় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের চর্চা শুরু হয়েছে ভারত জুড়ে। এই বিষয় নিয়ে সাবেক ক্রিকেটারদের অনেকেই তাদের মতামত জানিয়েছেন। হরভজর সিং সৌরভ গাঙ্গলিসহ অনেক ক্রিকেটারই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের কথা বলেছেন। তবে কিংবদন্তী শচীন টেন্ডুলকার মনে করেন, ম্যাচ ছেড়ে দেওয়া আত্মসমর্পণের সমান৷
তবে সচীনের দেওয়া বক্তব্যকে অনেকেই সমর্থন করছেন না। অনেক ভারতীয় শচীনের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দু’পয়েন্ট জিতে নেওয়ার পক্ষপাতী সচীন। আর সচীনের মন্তব্যের পরেই যখন বিতর্কের ঝড় উঠেছে, তখন মজার ছলে সৌরভও মন্তব্য করেন, ‘‘সচীন দু’পয়েন্ট চাইলে আমার তো গোটা বিশ্বকাপই চাই।’’
কিন্তু মিডিয়ায় তার এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে নিজেই জানালেন সৌরভ। সচীনের মন্তব্য এবং তার পাল্টা মন্তব্য মহারাজের। এমনভাবেই বেশ কয়েকটি মিডিয়া সৌরভের বক্তব্যের অপব্যাখ্যা করছে বলে টুইট করেছেন। টুইটে সৌরভ লেখেন, "মিডিয়ায় বেশ কয়েকজন আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করছেন। আমার মন্তব্যকে সচীনের পাল্টা মন্তব্য হিসেবে চালানোর চেষ্টা করছে। আমি বলেছি, আমার বিশ্বকাপ চাই। আমার এই বক্তব্যের সঙ্গে তাঁর(সচীন) বক্তব্যের কোনও মিল নেই। এমনকী ওর বক্তব্যের পাল্টাও আমি দিই নি। ও(সচীন)গত পঁচিশ বছর ধরে আমার খুব ভালো বন্ধু এবং আগামী দিনেও থাকবে।"