সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল)। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই আসর চলবে ৩ মার্চ পর্যন্ত।
আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে ১২টি ক্লাব ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ৩ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আসুন দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা আছে—
গ্রুপ ‘এ’- আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউইনিয়ন।
গ্রুপ ‘বি’- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, উত্তরা স্পোটিং ক্লাব।
গ্রুপ ‘সি’- লিজেন্ডস অব রূপগঞ্জ, মেহামেডান স্পোটিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
দ্রুপ ‘ডি’- প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটারস, বিকেএসপি
দেখে নিন টুর্নামেন্টের সূচি