Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সমাপনী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ এ সম্মেলনের আয়োজন করে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, ‘বাংলা ভাষা আমাদের দুই বঙ্গের মানুষকে বৃহৎ বন্ধনে আবদ্ধ রেখেছে। বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের লোকেরাও নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেন। এটি বাংলা ভাষার জন্য গৌরবের একটি বিষয়। বাংলা ভাষার নির্দিষ্ট একটি সত্ত্বা আছে।

তিনি আরও বলেন, সাহিত্যকে ঘিরেই এই সম্মেলন। আর এই সম্মেলনের মাধ্যমেই দুই বাংলার সাহিত্যিকরা একসঙ্গে মিলিত হয়েছেন। তাদের সঙ্গে আমাদের সাহিত্যিকরা ভাবের আদান-প্রদান করছেন। এতে করে সাহিত্যেও নতুন উৎকর্ষতা যোগ হবে। পাশাপাশি দুই বাংলার হৃদ্যতা আরও দৃঢ় হবে। এ সময় তিনি নিরিখ সাময়িকীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

‘নিরিখ’ সাময়িকীর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পুরনজিত মহালদার, ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান প্রমুখ।

এর আগে, এদিন সকালে টিএসসিসিতে ‘পার্টিশন-তত্ত্ব ও পার্টিশন-সাহিত্য’ বিষয়ে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মিষ্ঠা চ্যাটার্জী ও নেতাজি সুভাষ চন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনন কুমার মন্ডল।

‘তত্ত্ব ও বাংলার সাহিত্য সংস্কৃতি’ প্রতিপাদ্যে শনিবার দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশ, ভারত ও জার্মানির প্রায় ৬০ জন সাহিত্য-গবেষক নানা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে ‘বাংলার সাহিত্য, বাঙালির সাহিত্য’ শিরোনামে প্রথম ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

Bootstrap Image Preview