ইনজুরি সারাতে এখন দেশের বাহিরে আছেন টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টির ক্যাপ্টেন সাকিব আল হাসান। ঠিক কবে ইনজুরি সারিয়ে মাঠে ফিরবেন সাকিব এই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না বিসিবি।
এদিকে আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল একই সময় ঘরের মাঠে চলবে ডিপিএল। তাই কথা উঠেছে সাকিব কি ডিপিএলে খেলবেন না কি আইপিএল খেলবে?
এমন প্রশ্নে নিরব বিসিবির সিও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সাকিবের প্রসঙ্গে তিনি বলেন,এই মুহুর্তে এটা যে অবস্থায় আছে সেটায়। সাকিব যেহেতু চিকিৎসার জন্য দেশের বাহিরে আছেন। উনি(সাকিব) দেশে আসার পরে উনাকে অ্যাসেস করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে। তাঁর পার্টিসিপেশন কবে।
শুধু সাকিব নয়, ডিপিএল খেলছেন না জাতীয় দলের অনেক ক্রিকেটাররী। ঠিক কত জন খেলছেন না সেই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ঠিক কয়জন খেলবেন না সেটি এখনই বলতে পারছি না। তবে চার-থেকে পাঁচ জনের মত।'
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বিপিএল এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলছে টাইগাররা। টানা এই খেলার কারণে ঠিক ভাবে বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের অনেক খেলোয়াড়। তাই ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিন্ধান্ত নিয়েছে বিসিবি।