Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোহামেডান  স্পোর্টিং ক্লাবের এ কেমন বিচার ? 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর দিনেই নতুন বিতর্কের জন্ম দিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। কোন কারণ ছাড়াই দলের তিন খেলোয়াড়কে বাদ দিয়েছে। ড্রাফটে থাকা খেলোয়াড়দের ডেকে নিয়ে খেলা শুরুর আগে কেনোই বা বাদ দিলেন এই বিষয় ক্লাবের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।

তবে কারণ ছাড়া দল থেকে বাদ পড়ে বেশ হতাশ মোহামেডানের পেস বোলার মোহাম্মদ আজিম। 
দল থেকে বাদ পড়ার প্রসঙ্গে আজিম গণমাধ্যমকে জানান, গতকাল রাতে ওয়াসিম ভাই ফোন দিয়ে বলে, মাহবুব ভাই বলেছে, তুমি একটু অন্য টিম দেখ।' 

আমি বলেছি, আমি এখন অন্য টিম কিভাবে দেখব। এমন তো না যে আমি রিকয়েস্টেড প্লেয়ার। আপনারা আমাকে না ডাকলে আমাকে অন্য দল ডাকতে পারত। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি প্র্যাকটিসে আসব কিনা, উনারা বলে, তোমার প্র্যাকটিসে আসার দরকার নাই।'

আমাকে ড্রাফট থেকে নেয়ার পর যদি বলে টিম দেখতে, এটা কেমন কথা। পেসার নাকি বেশি, এই জন্য বাদ দিতে চাচ্ছে। আর আমি তো আগে পরে তো খেলে এসেছি। আমি এখন এসে দেখলাম পেস বোলার সেই বেশিই রইল। তাহলে এখানে আমার দোষটা কই। এখন আমি হুট করে নতুন টিম কোথায় পাব। আর আমি তো গত বছর পারফর্ম করা প্লেয়ার।'

'আমার বদলে আজ দেখলাম রাজিব ভাই এসেছে। উনাকে ড্রাফট থেকে ডেকে নেয়নি মোহামেডান।

'এখন বিসিবি আমাদের অভিভাবক। তাদের তো অবশ্যই জানাতে হবে। নিয়ম তো সবার জন্য সমান। যদি আমার কোনো ব্যবস্থা না করে দেয় তাহলে তো যেতেই হবে।

'আমি বলেছিলাম আপনি আমাকে ড্রাফট থেকে নিয়েছেন তারপর বাদ দিচ্ছেন। এটা তো নিয়মে নেই। আমি তাহলে মিডিয়ায় যাব। পরে বলেছে, তুমি মিডিয়ায় গিয়ে লাভ হবে না, তুমি তো খেলতে পারবা না। 

'আমি বললাম খেলা তো বড় করা না। এটা আমাদের রুটি রুজির ব্যাপার। হুট করে আমাকে বাদ দিচ্ছেন। আপনি আমাকে টাকা দিয়ে দেন তা না হলে অন্য ক্লাবে ট্রান্সফার করে দেন।'

গতবার আমি ছয় ম্যাচ খেলে ১৮ উইকেট পেয়েছি। আমি স্ট্রাইক রেট, অ্যাভারেজে এক নম্বর বোলার। এখন তারপরও যদি এমন হয় আমার সাথে, তাহলে আর কি বলব।  

Bootstrap Image Preview