Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমান ছিনতাই চেষ্টাকারী যুবকের লাশ নেবে না পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিমান ছিনতাই চেষ্টার সাথে জড়িত থাকা যুবক পলাশের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তার পরিবার।

বিমানে থাকা ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে র‍্যাবের ডাটাবেইজের একজনের তথ্যাদির সঙ্গে মিল পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ছিনতাইকারীর নাম মো: পলাশ আহমেদ, পিতা: পিয়ার জাহান সরদার, ঠিকানা: দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ব্যক্তিগত জীবনে সে নায়িকা শিমলার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিল।

র‍্যাব আরও জানায়, উক্ত বিমানের প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী ছিনতাইকারী অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH. সিট নং ছিল-17A.

এ বিষয়ে সোমবার সকালে নিহতের বাবা পিয়ার জাহান বলেন, 'আমরা পলাশের লাশ নিতে যাবো না। যদি প্রসাশনের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে গ্রহণ করবো।'

তিনি বলেন, 'ঘটনার পর সোনারগাঁও থানার এক এসআই পলাশের ছবি দেখিয়ে পরিচয় নিশ্চিত হয়ে গেছেন। এছাড়া এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'

এলাকাবাসী জানায়, সে মাদ্রাসায় থাকাকালীন নানা ধরণের গান বাজনায় জড়িয়ে পরে। পরবর্তীতে সে নাটক সিনেমার জগতে যেয়ে উশৃঙ্খল হয়ে যায়।

এদিকে চট্টগ্রাম ব্যুরোর তথ্য অনুযায়ী, অস্ত্রধারী তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। লাশ নিতে সোমবার সকাল ১১টা পর্যন্ত তার কোনো স্বজন মর্গে আসেননি। এই সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। অজ্ঞাতপরিচয় হিসেবে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায় নগরের পতেঙ্গা থানার পুলিশ।

এর আগে রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুবাইগামী ওই উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনা কমান্ডোদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক।

বিমানবন্দর সূত্রে জানায়, ঢাকা থেকে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে ৮৬ জন ছিলেন দুবাইগামী যাত্রী। বাকিরা অভ্যন্তরীণ যাত্রী, যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। বিমানটির যাত্রী বহনের ক্ষমতা ১৬২ জন।

রোববার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম নাঈম হাসান জানান, 'বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীকে জথম অবস্থায় আটক করা হয়েছে।'

এর পৌনে ১ ঘণ্টা পর আরেক সংবাদ সম্মেলনে এসে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান জানান, আহত ওই ব্যক্তি মারা গেছেন। তার নাম 'মাহদী'। নাম ছাড়া মারা যাওয়া ওই যুবক সম্পর্কে আর কিছুই এখনও জানা যায়নি। ওই যুবকের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিস্ফোরক জাতীয় কিছু জড়ানো ছিল। কিন্তু তাতে বিস্ফোরক ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

Bootstrap Image Preview