ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে ফাহাদ আহমেদ ও পারভেজ হোসাইন ইমনকে আউট করেন তিনি। নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে এসে ফের উইকেট নিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন মানিক।
হ্যাট্রিক বলে দোলেশ্বরের রাতুল খান ছিলেন মানিকের শিকার। ইনিংসের পঞ্চম ওভারে এসে আমিনুল ইসলামকে বোল্ড করেছে ২২ বছর বয়সী এই ডানহাতি পেসার।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক টি-টুয়েন্টি ম্যাচে হ্যাট্রিক করলেন বিকেএসপির মানিক। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ট আসরে আলিস আল ইসলাম অভিষেক টি-টুয়েন্টিতে হ্যাট্রিক করেছিলেন।