Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে কাঠমিস্ত্রীর ৬ মাসের কারাদণ্ড

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের বাহুবলে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে সুমন মিয়া (২২) নামে এক কাঠমিস্ত্রীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত কাঠমিস্ত্রী উপজেলার নারিকেলতলা গ্রামের ছুরাব মিয়ার পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার দীননাথ ইন্সটিটিউট এর দশম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে অনেক দিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় রাস্তায় যৌন হয়রানি করে আসছিল সুুুমন মিয়া। প্রতিদিনের মত সোমবার সকালে বিদ্যালয়ে আসার সময় রাস্তায় একা পেয়ে সুমন তাকে প্রেম নিবেদন করে। এ সময় স্কুল ছাত্রী তার প্রেম প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ছাত্রীর গায়ে হাত তুলে।

এরপর ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রী দৌড়ে পালিয়ে যায় এবং বাহুবল থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করে। পুলিশ আটককৃত সুমনকে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত সুমন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত সুুুুমন মিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview