Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পররাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার পেল বাংলাদেশ ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের হাত থেকে পুরস্কার পেল বাংলাদেশ ইউনিভার্সিটি।

রবিবার সকালে রাজধানীর এফডিসিতে “আঞ্চলিক ঐক্যমত্য ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব নয়” শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনের এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ান হয়।

প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহাবুবুল হক (অব:), বিইউ’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ আলাউদ্দিনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

প্রাইজমানি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী দল বাংলাদেশ ইউনিভার্সিটি ২ লাখ, রানার্স আপ দল বিইউবিটি ১ লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দল ইস্টার্ন ইউনিভার্সিটি ৫০ হাজার টাকা লাভ করেন।

বিজয়ী দলের বক্তারা হলেন আবির কামাল আজাদ, আজিজুল হক ও মোঃ রিয়াজ হোসেন।

Bootstrap Image Preview