Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ইউপি মেম্বারকে প্রকাশ্যে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ এমরান চৌধুরীর (৪৫) মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ইছাপুর বাজারে প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে এক যুবক।

এমরান কান্দর আলি চৌধুরী বাড়ির মো. ওমর চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

নিহতের স্বজনেরা জানান, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ইছাপুর বাজারে দুপুর পৌনে ২টার দিকে এক যুবক অতর্কিতভাবে এমরানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।

Bootstrap Image Preview