শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের উত্তেজনা। রীতিমত খেলোয়াড়রা একে অপরকে হুমকি দিতে শুরু করেছন। খেলা শুরুর আগেই কোহলিকে থেকে সতর্ক করে দিচ্ছেন বুমরাহ।
বুমরাহর এমন হুমকি শোনার পরে চুপই থেকেছেন কোহলি। হয়তো সময় মত জবাব দিবেন।
টুর্নামেন্ট শুরুর আগে থেকে প্রচারের কাজ শুরু হলে আমজনতার মধ্যে বাড়বে উৎসাহ। সেটা কাজে লাগানোর জন্যই দেশের তারকা ক্রিকেটারদের বিজ্ঞাপনের কাজে লাগানো হচ্ছে। তাঁরা নামীদামি তারকাদের সতর্ক করে দিচ্ছেন আগেভাগে। যেমন বুমরাহ প্রায় হুমকিই দিয়ে রাখলেন কোহলিকে।