Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ আইপিএল ভারতীয় এই তারকা ক্রিকেটারদের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


আগামী ২৩ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দ্বাদশ আসর।টিম ইন্ডিয়ার বেশ কিছু খেলোয়াড়ের এটাই হতে পারে শেষ আইপিএল। তাহলে চলুন জেনে আসি এই তালিকায় কারা থাকতে পারেন।

তালিকার শুরুতেই রয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ দেশের জার্সিতে এটাই হয়ত শেষ পরীক্ষা ধোনির৷ বিশ্বকাপ খেলেই হয়ত ক্রিকেটকে গুডবাই জানাতে পারেন ৩৭-এর মাহি৷ সেক্ষেত্রে এবারই হয়ত ধোনির শেষ আইপিএল৷ 

তালিকায় দবিতীয় স্থানে রয়েছেন যুবরাজ সিং।মাহির মতো যুবিও দেশকে দুটি বিশ্বকাপ দিয়েছেন৷ এখন অবশ্য সেসব অতীত৷ জাতীয় দলের কক্ষপথে থেকে অনেক দূরে রয়েছেন যুবরাজ৷ বয়স ৩৭ ছুঁয়েছে৷ 

তালিকায় তৃতীয় স্থানে আছেন হরভজন সিং ।আইপিএলের ইতিহাসে চারবার ট্রফি জিতেছেন এই অপ স্পিনার৷  জাতীয় দলে কামব্যাক এখন অসম্ভব৷ তাই আইপিএলই নিজের সেরাটা উজার করে দেওয়ার শেষ মঞ্চ৷ ক্রিকেটকে গুডবাই জানাতে পারেন। 
 

Bootstrap Image Preview