Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবিবাহিত ও একাকী নারীদের চেয়ে বিবাহিত নারীরাই যে কারণে বেশি সুখী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৮ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


অবিবাহিত ও একাকী নারীদের চেয়ে বিবাহিত নারীরাই বেশি সুখী। আর ওই নারী যদি তার ‘সেরা বন্ধুকে’ বিয়ে করেন তা হলে তো কথাই নেই, এক অন্যরকম সুখের স্বর্গেই থাকেন তিনি। কানাডার ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ পরিচালিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

গবেষণার তথ্য মতে, বিয়ের পর ১-২ বছর হানিমুন পিরিয়ড হিসেবে অনেক বেশি উপভোগ করেন দম্পতিরা। কারণ, এসময় তাদের ওপর কাজের চাপ কম থাকে এবং সন্তান বা বাবা-মায়ের দেখাশুনার চাপ থাকে না। গবেষণায় দেখা গেছে, কারো সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্বের পর বিয়ে করলে নারী বেশি সুখী হয়।

গবেষক দলের সদস্য শন গ্রোভার হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ৪৫ থেকে ৬৫ বছরের মাঝামাঝি সময়ে চাপ অনেক বেড়ে যায়। এই কঠিন সময়ে একমাত্র সঙ্গীই সব কাজে সমর্থন দেয়। কাজেই ভালো পার্টনার ছাড়া সময়টা পার করার কথা ভাবাও যায় না। 

Bootstrap Image Preview