Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেত্রকোনায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


নেত্রকোনা কেন্দুয়া হাওর এলাকায় ধান ক্ষেত থেকে সঞ্জু মিয়া (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সঞ্জু মিয়া পাশ্ববর্তী গড়াডোবা ইউনিয়নের আব্দুল হেকিমের ছেলে। তিনি ভাঙ্গাড়ির (পুরনো বোতল, পেপার, আসবাবপত্র) ব্যবসা করতো।

জানা যায়, সোমবার রাতে গ্রামের পাশে গানের আসরে গান শুনতে গিয়ে আর বাড়ি ফিরে যায়নি সে। পরে সকালে হাওরে কৃষকরা কাজ করতে গেলে লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাড়ি ফেরার পথে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যুু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

Bootstrap Image Preview