Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের সাবেক নেতাদরে ঘোষিত প্যানেল প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের আগের কমিটির সহ-সভাপতি সোহান খান এই প্যানেল প্রত্যাহারের ঘোষণা দেন।

প্যানেল প্রত্যাহারের সংবাদ সম্মেলনে সোহান খান বলেন, ‘গতকাল আওয়ামী লীগের নেতারা আমাদের ডেকেছিলেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের কথায় সন্তুষ্ট। এজন্য আমরা ঘোষিত প্যানেল প্রত্যাহার করছি।’ এসময় তারা ছাত্রলীগ ঘোষিত প্যানেলকে জয়ী করার জন্য কাজ করারও ঘোষণা দেন।

উল্লেখ্য, গত রবিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সাবেক নেতরা ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য বিদ্রোহী প্যানেল ঘোষণা করে। এই প্যানেলে ভিপি পদে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহান খান, জিএস পদে জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল ও এজিএস পদে গত কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

Bootstrap Image Preview