জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকাকে ধর্ষণ করে সাগর নামে এক প্রেমিক উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বটতলী এলাকায় একটি বাগানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ধর্ষণের শিকার ওই প্রেমিকা ধরঞ্জী হাটখোলা এলাকার আবুল হোসেনের মেয়ে।
এ বিষয়ে থানার পিএসআই হাসান রেজা বলেন, ওই মেয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বামনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। কয়েক বছর আগে তাঁর বাবা-মার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। সেই থেকে ওই মেয়ে ফুলবাড়ী বামনগড় গ্রামে নানীর বাড়িতে থাকে। মা বিদেশে থাকে।
এরই মধ্যে বেশ কিছুদিন ওই মেয়ে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার সাগর হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায় সোমবার সন্ধ্যায় ওই মেয়ে পাঁচবিবিতে এসে সাগরের সঙ্গে দেখা করে। পরে সাগর তাকে বটতলী এলাকার একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাত ১১ টায় মোটরসাইকালে করে পাঁচবিবি রেলগেটে নামিয়ে দিয়ে উধাও হয়ে যায়।
বিষয়টি বুঝতে পেয়ে ওই মেয়ে পাঁচবিবি পূর্ব বালিঘাটা এলাকায় তাঁর খালার বাড়িতে গিয়ে বিষয়টি খুলে বলে। এঘটনায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই মেয়ের খালাসহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হন। পরে খবর পেয়ে পুলিশ সদর হাসপাতালে যান।
এদিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এখন পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।