বিপিএলের ষষ্ঠ আসর খুব একটা ভালো যায়নি পেসার আল-আমিনের। সেই ব্যর্থতা ভুলে চলতি ডিপিএলের প্রথম ম্যাচে এক অন্যরকম সেঞ্চুরি করলেন এই ডান হাতি পেসার।
পঞ্চম বাংলাদেশি হিসাবে ১০০তম উইকেট নিলেন আল-আমিন। আল-আমিনের আগে এ মাইলফলক স্পর্শ করেছেন আরও চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
আজ প্রাইম ব্যাংকের হয়ে ব্রাদার্স উইনিয়নের বিপক্ষে মাঠে নামার আগে আল-আমিনের উইকেট সংখ্যা ছিলো ৯৯। সেঞ্চুরি করার জন্য তাঁর একটি মাত্র উইকেটের দরকার ছিলো। কিন্তু সেই উইকেট যেন কোন ভাবেই শিকার করতে পারছিলেন না এই তিনি। অবশেষে নিজের তৃতীয় ওভারে ব্রাদার্স উইনিয়নের ব্যাটসম্যান জাহিদুজামানকে বোল্ড আউট করে সেঞ্চুরি সম্পূর্ণ করেন।
টি-টোয়েন্টি সংস্করণে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে আল-আমিন সময় নিয়েছেন ৮৪ ম্যাচ। একমাত্র বোলার হিসেবে দু’বার হ্যাটট্রিক করার রেকর্ডসহ তাঁর সাফল্যর ঝুড়িতে রয়েছে একাধিক প্রাপ্তি।