Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে আগুনে দোকান ভস্মীভূত, দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে বিহারীপুর মুক্তিযোদ্ধা মার্কেটের আকরাম স্টোর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ করে এলাকাবাসী উপজেলার বিহারীপুর মুক্তিযোদ্ধা মার্কেটে আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সকল মালামাল। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

এ ব্যাপারে আকরাম স্টোরের মালিক মো: আকরাম হোসেন বলেন, আগুনে আমার দোকানে থাকা কনফেকশনারী ও কসমেটিক্স সামগ্রীসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা অসম্ভব।

এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতাই চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।


 

Bootstrap Image Preview