Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের ১ মাস না জেতেই টাঙ্গাইলে নববধূ খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে এক নববধূ খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার মধ্যরাতে সখীপুর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আব্দুর রৌফ মিয়ার মেয়ে রুমি আক্তারের সঙ্গে বাসাইল উপজেলার সুন্যা গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলামের গত মাসে বিয়ে হয়। বিয়ের পরে মেয়েপক্ষ জানতে পারে শরিফুল ইসলাম মাদকাসক্ত।

রুমি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে। মাদকগ্রহন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে  শরিফুল রুমিকে গলা টিপে হত্যা করে। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় শরিফুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, আটক শরিফুলকে জিজ্ঞাসাবাদ চলছে।

Bootstrap Image Preview