Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


প্রথমবারের ন্যায় দেবহাটায় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার জসীমউদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, পরিবার পরিকল্পনা অপিসার ডাঃ রনজিত কুমার রায়, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার প্রমুখ।

এসময় জাকজমকপূর্ণ ভাবে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।  

Bootstrap Image Preview