পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী 'সিএসই ফেস্টিভাল' শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬) সকালে সিএসই বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ফেস্টিভালের শুভ উদ্বোধন হয়। পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রশাসনিক ভবন ঘুরে সিএসই বিভাগে এসে শেষ হয়।
তিন দিনব্যাপী এই ফেস্টিভালে থাকছে- প্রোগ্রামিং কন্টেস্ট, আইডিয়া শেয়ারিং প্রেজেন্টেশন, অ্যাপস ও প্রোজেক্ট প্রেজেন্টেশন, টেকনিক্যাল ডিবেট (বিতর্ক), ফটোগ্রাফি এক্সিবিশন, গেমিং কন্টেস্ট, আইটি কুইজ প্রতিযোগিতা, দাবা, কার্ড খেলা সহ আরও নানা রকম ক্রিয়েটিভ ইভেন্ট ও বর্ণিল অনুষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি এই ফেস্টিভালের পর্দা নামবে।
উদ্বোধনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে এরকম ফেস্টিভাল আয়োজনের আশা ব্যক্ত করে বলেন, 'পড়াশোনার পাশাপাশি এ সকল ক্রিয়েটিভ বিষয়গুলো দরকার। যা নতুন কিছু করার উদ্যম ও শক্তি যোগায়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ফেস্টিভাল সাফল্যমণ্ডিত হোক।'
ফেস্টিভালের পরিচালনা কমিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ মল্লিক জানায়, 'চেয়ারম্যান স্যারের সুদক্ষ পরিচালনায় ও বিভাগের সকল শিক্ষকদের পরামর্শে এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সফল অনুষ্ঠান হতে চলেছে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সবাই তাদের নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।'