Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেঙে ফেলা হলো কামরাঙ্গীরচরের হেলে পড়া ভবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩১ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩১ AM

bdmorning Image Preview


ভেঙে ফেলা হয়েছে রাজধানীর কামরাঙ্গীচরের হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনটি।  

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটি ভাঙার কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাত ১০টা পর্যন্ত ভবনের বেশির ভাগ অংশ ভেঙে ফেলা হয়। 

এতে ফায়ার সার্ভিস, রাজউক, ডিএসসিসিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত উপস্থিত ছিলেন। 

কামরাঙ্গীরচরের কাজীবাড়ী মোড় খলিফাঘাট এলাকায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভবনটি হেলে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট জোনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।  

স্থানীয় সূত্র বলছে, কামরাঙ্গীচরের প্রায় ৯০ ভাগ বাড়ি অনুমোদনহীন। বছর চারেক আগে সিটি করপোরেশনের আওতায় আসার পর থেকে এখানকার বাসিন্দারা বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ শুরু করেছে। 

কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের নির্দেশে ভবনটি ভাঙা শুরু হয়েছে। ওই ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সংলগ্ন অন্যান্য ভবনের বাসিন্দাদেরও সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview