Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধের জন্য সেনাবাহিনীর কাছে পেশোয়ার বিমানবন্দর হস্তান্তর করলো পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পেশোয়ার বাচা খান বিমানবন্দরে সাধারণ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরটি সামরিক কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ পেশোয়ার বিমানবন্দর বন্ধ করে দেন। খবর- পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের বাণিজ্যিক ও সাধারণ বিমান ওঠা-নামা স্থগিত করেছে। বন্দরটি এখন দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমান বাহিনীর অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছেন, ইতিমধ্যে বিমানবন্দরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে পাকিস্তান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে যাত্রীবাহী বিমান পিকে-২৭০ বাতিল করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পিকে-৭০৯ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এই বিমান দুটি শীঘ্রই উড্ডয়ন করতে পারে বলে জানানো হয়েছে।

Bootstrap Image Preview