যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)।
আজ বুধবার মাদারীপুর শিল্পকলা একাডেমির সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অখিল সরকার। নাটাব মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম বজলুর রহমান মন্টু খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ, নাটাবের ফিল্ড সুপার ভাইজার তরুন কুমার বিশ্বাস। সভা সঞ্চালনা করেন জহিরুল ইসলাম খান। সভায় যক্ষ্মার বিভিন্ন ক্ষতিকর দিক এবং চিকিৎসার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তরা বক্তৃতা করেন।