ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে শক্তিশালী আবহনীকে ৪৯ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সেমিফাইনাল উঠার লড়াইয়ে এই দিন প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের দেওয়া ১৭৭ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাব্বিররা। আল আমিন , অলক কাপালীর বোলিংয়ে র সামনে প্রতিরোধই গড়ে ব্যর্থ হয় সাব্বিররা।অবশেষে ৪৯ রানের হার নিয়ে মাঠে ছাড়ে আবাহনী।
আবাহনীর সংক্ষিপ্ত স্কোরঃ ১২৭/৯
সাকিল(৬), জাহিদ(৭), সাব্বির(৬), শান্ত(১১), মোসাদ্দেক(১৭), সাইফউদ্দিন(১২)
উইকেট নিয়েছেনঃ মোহর ৩/২৬, কাপালী ৩/২২, আল আমিন জুনিয়র ১/৩ ও আল আমিন ২/২১
প্রাইম ব্যাংকের সংক্ষিপ্ত স্কোরঃ ১৭৬/৬
বিজয়(৩৭), রুবেল(৭৬), জাকির(১৭), আল আমিন(২০), আরিফুল(২১), মিলন(১), কাপালি(০)*, মনির(১)*।
উইকেট নিয়েছেনঃ সাইফউদ্দিন ১/২০, রুবেল ১/২৮, আরিফুল ১/৩১, জাকির ১/২৪, সাব্বির ১/২২।
প্রাইম ব্যাংক একাদশঃ এনামুল হক বিজয়, রুবেল মিয়া, জাকারিয়া হাসান, আল আমিন, নাজমুল হোসাইন মিলন, আরিফুল হক, আল আমিন হোসেন, মনির হোসেন, অলক কাপালী, আব্দুর রাজ্জাক, মহর শেখ।
আবাহনী একাদশঃ নাজমুল হাসান শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, জাহিদ জাভেদ, তাপস ঘোস, সাকিল হোসাইন, আরিফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, জাকির ইসলাম।