Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন

  রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৮ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন ১১জন।

উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এস এম আতাউল হক, বাংলাদেশ জাতীয় পাটি শ্যামনগর উপজেলার সহ-সভাপতি ডি এম আজিবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন স.ম. আব্দুস সাত্তার, শেখ ফারুক হোসেন,মোঃ মিজানুর রহমান,জি,এম কামরুজ্জামান ও মোঃ সাঈদ-উজ-জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন নুরজাহান পারভীন,পাপিয়া হক ও নাফিজা সুলতানা।

আগামী ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসে প্রার্থী যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ ও প্রতীক বরাদ্দ ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview