ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে হত্যার পর শৈলেন কুমার (৫০) নামে এক ব্যবসায়ী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত শৈলেন কুমার পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। নিহত শৈলেন কুমারের বাড়ি যশোর সদর উপজেলার সাতমাইল ও রেবা রাণীর বাড়ি মাগুরা সদর উপজেলার নিত্যনন্দপুর গ্রামে বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি ই্উনুস আলী জানান, দুপুরে নিহতের ছেলে বিপ্লব দেবনাথ বাড়িতে এসে ঘরবন্ধ অবস্থায় পায়। অনেক ডাকা-ডাকির পর সাড়া না পেলে জানালা দিয়ে দেখতে পায় তার মা রেবা রাণী (৪০) বেডরুমের বেডের এবং পাশের জানালার সাথে গলাই ফাঁস দিয়ে ঝুলে ছিল পিতা শৈলেন কুমার। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। স্ত্রীকে হত্যার পর স্বামী শৈলেন দেবনাথ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ব্যবসায়ী শৈলেন দেবনাথের বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দেনা ছিল। রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে বলে ধারনা করা যাচ্ছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিহত শৈলেন কুমারের স্ত্রী ঘরের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর রেবা রাণীর সাথে বিয়ে হয়।