Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নামি দামি খেলোয়াড় থাকতেও বাদ পড়ার ব্যাখ্যা দিলেন মোসাদ্দেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


দলে নামি দামি খেলোয়াড় থাকতেও ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আবাহনীকে। তবে এই হারে খুব একটা হতাশ নন আবাহনীর ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৪৯ রানে হারের পর মোসাদ্দেকের কাছে জানতে চাওয়া হয় এমন হারের কারণ কি ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি প্র্যাকটিসের জন্য বলেন, তাহলে আমি বলব খুব ভালো প্র্যাকটিস হয়েছে। আমাদের যদি আপনি 'বি' টিম চিন্তা করেন, তাহলে বলব, আমাদের পুরো দল এখনো আসে নি, যেটাকে আমরা 'বি' টিম হিসেবে কাউন্ট করব। আমাদের তিন-চারটা প্লেয়ার আছে, এছাড়া যারা আছে মেক্সিমান নতুন। এই টাইপের কমপিটিশনে এসে এমন ভালো দলের সাথে একটু কঠিন। দুই তিন দল বাদে সবাইর প্রবলেম হচ্ছে। আশা করি এখানে যেই প্র্যাকটিস হয়েছে সেটা লীগে কাজে দিবে। 

আসলে যদি আমরা ১৬০ করে হারলাম সেটাও হারা ১০০ রান করে হারতাম সেটাও হারা। হারা তো হারাই। হারলে তো খারাপই হবে। ভালো খেললে হয়তো এই দোষ গুলো থাকতো না। আমি মনে করি এই টিমটা নিয়ে হয়তো লীগে ফাইটব্যাক করব ইনশাআল্লাহ। আশা করছি ভালো হবে।

বিপিএলের পর ডিপিএলে ট-টোয়েন্টি খেলে কতটুকু অভিজ্ঞতা হলো সেটাও জানান তিনি, আসলে এই লীগকে সবাই প্র্যাকটিস হিসেবে দেখছে। আমি মনে করি যদি প্র্যাকটিস হিসেবে করি তাহলে আমাদের জন্য খুবই ভালো প্র্যাকটিস হয়েছে। চ্যাম্পিয়নের জন্য সেইভাবে হয়তো চিন্তাও করিনি, ভাবি নি আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের মেইন টিম যখন আসবে তখন আমাদের টিম হয়তো ভালো খেলবে। 
 

Bootstrap Image Preview