Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি ভয়ে লড়াই, সংগ্রাম ও নির্বাচন থেকে পালিয়েছে: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কান্নাকাটি করে কিংবা বিদেশিদের কাছে নালিশ দিয়ে রাজনীতি হবে না। নালিশের রাজনীতি চলবে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আমার মনে হয় বিএনপি ভয় পেয়ে লড়াই, সংগ্রাম ও নির্বাচন থেকে পালিয়েছে। আপনারা ভয় ছেড়ে রাজনীতি করুন।

তিনি বলেন, আমার চাই বিএনপি পার্লামেন্টে আসুক। দেশ বিরোধী দল মুক্ত হোক, বিরোধী দল দুর্বল হোক। এটা আমরা কখনোই চাই না।

চকবাজারে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, কলকারখানা, গোডাউন আবাসিক এলাকায় থাকতে পারে না। ব্যবসায়ীদের বুঝতে হবে আবাসিক এলাকায় কেমিক্যালের গুদাম থাকলে এ ধরনের ঘটনার আবারও ঘটতে পারে। কেমিক্যাল গোডাউনগুলোকে কেরানীগঞ্জ হস্তান্তর করতে হবে বলেও তিনি জানান।

Bootstrap Image Preview