Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের পাশে কেউ নেই: হুসেইন হাক্কানি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি শিবিরে ভারতের হামলা নিয়ে পাকিস্তানের পক্ষে কোনো দেশ কথা বলছে না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনীতিবিদ হুসেইন হাক্কানি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক এই রাষ্ট্রদূত পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের কথা বলেছেন।

হুসেইন হাক্কানি বলেন, পাকিস্তানের পক্ষে চীনও কিছু বলছে না। ফলে, এটা স্পষ্ট যে, জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের ব্যাপারে বিশ্ব আর ধৈর্য ধরে থাকতে পারছে না।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে নিয়ন্ত্রণরেখা (এলওসি) থেকে ৮০ কিলোমিটার দূরে বোমা হামলা চালায় ভারত। ভারতের দাবি, ওই হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয়েছে।

হুসেইন হাক্কানি বলেন, ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষে কোনো দেশ কথা বলছে না। এমনকি পাকিস্তানের আকাশসীমায় আইন ভঙ্গ করে ভারতের হামলা চালানোর ব্যাপারেও পাকিস্তানকে সমর্থন করেনি চীন। তার বদলে দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন।

তিনি আরো বলেন, পাকিস্তানের অতি উচ্চ জাতীয়তাবাদী চেতনা হয়তো বিষয়টি মানতে চায় না। তবে জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের ব্যাপারে বিশ্বের ধৈর্য ফুরিয়ে আসছে। সেটা পাকিস্তানের জন্য মোটেও ভালো হবে না।

Bootstrap Image Preview